|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
অভিযাত্রিকের ২৩১৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৪
জানুয়ারি ৫ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২৩১৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আসরে রায়হান আহমেদ রিমনের প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন মাহমুদ ইলাহী মন্ডল, বিমলেন্দু রায়,জাহিদ হোসেন, মনজিল মুরাদ লাভলু, তাপস মাহমুদ, ময়নুল ইসলাম, রায়হান আহমেদ রিমন, সুফী জাহিদ হোসেন, জাহিদ হাসান মামুন, মোস্তাফিজার রহমান, সালমা হোসেন পপি, নাহিদা ইয়াসমিন, রোমানুর রহমান রোমান, মাসুদ বশীর অনিন্দ্য আউয়াল, মোশরেফা প্রধান কাকলী, ফারহান ফেরদৌস, নওশিন আনজুম প্রমুখ।আসরে সঙ্গীত পরিবেশন করেন সুফী জাহিদ হোসেন।পঠিত লেখা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিযাত্রিক যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.