|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রাধানগরে সম্পত্তির বিরোধ নিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়নে সম্পত্তির জেরে হাজ্বী মো. ইউনুস (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৩ টা পূর্ব মধুগ্রাম দুলাগাজী ভুঁইয়া বাড়িতে।
পারিবারিক সূত্রে জানাযায় নিহত মো. ইউনুস পরিবারের সাথে তার ভাই ভাতিজাদের সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছে। শুক্রবার (৫ জানুয়ারী) বিকেল ৩ টা বসত বাড়ির সামনে অ-মিমাংসিত জায়গায় গাছ কাটা নিয়ে তর্ক বিতর্কে এক পর্যায়ে মো. ইউনুসকে তাঁর ভাই রফিক আহমেদ এর ছেলে দিদার, তারা মিয়ার ছেলে নজরুল, ফখরুল, শাহীন, মাওলানা মুছার ছেলে রিয়াদ খাঁন, রিমন খাঁন সহ অজ্ঞাত ৩-৫ জন জন মিলে কিল ঘুষি মেরে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নিহতের স্ত্রী ছাগলনাইয়া থানা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেন তাঁর স্বজনরা।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম জানান, পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি হত্যার বিষয় কিছু আসে তাহলে অবশ্যই তদন্ত করে আসল দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.