|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৪
আগামী ০৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে সকাল ১১.০০ ঘটিকায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের মাঝে ব্রিফিং কালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলা পুলিশ, দিনাজপুর কর্তৃক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার মহোদয় আরও বলেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পেশাদারিত্বের সাথে সকলের দায়িত্ব পালন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ, নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.