|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাভারের নৌকার নির্বাচনি পথসভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৪
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নির্বাচনি পথসভায় নৌকার মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান শান্তিপূর্ণ, সন্ত্রাস-চাঁদাবাজি-মাদকমুক্ত ও উন্নয়ন সমৃদ্ধ সাভারে পেতে এবং উন্নয়নের ধারা অব্যাহওত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আজ ধামসোনা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ঘোড়াপীর মাজারে এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
এসময় তিনি নৌকায় ভোট চেয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাভারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। নৌকাকে ঘিরে যে গণজোয়ার তৈরি হয়েছে তাতে ৭ জানুয়ারি নৌকার বিজয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাউল্লাহ, সাভার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক লিটন,সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,আশুলিয়া থানার যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুঁইয়া,ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের প্রতিষ্ঠাতা হাজী মোঃ মোবারক হোসেন খোকন,ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা,সাংগঠনিক সম্পাদক খোকন মাহমুদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,ঢাকা জেলা মোটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.