|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাদা কালোর ২০২৪-২৫ কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৪
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সাদা-কালো'র নতুন কমিটি গঠন হয়েছে। ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার শাহ আলম নির্বাচিত হয়েছেন। এতে ৫১ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। বৃহস্পতিবার ২ জানুয়ারী কৃষিবিদ রুহুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিবৃতি অনুযায়ী সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ,রাকিব হাসান মুন্না,মহসিন কবির,রুবায়েত হোসেন অঞ্জন; যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল রাসেল,শামসুল আলম মাষ্টার,হাসান বাবু,বাদল মোল্লা; সাংগঠনিক সম্পাদক আলম শামসুজ্জামান, ইঞ্জি. সাইফুল ইসলাম, নিয়াজ মোরশেদ ছোটন,মোহাম্মদ মহিউদ্দিন, ইব্রাহিম জীবন; দপ্তর সম্পাদক -ইসমাইল হোসেন সুমন,উপদপ্তরসম্পাদক খান মোহাম্মদ রেদোয়ান, কোষাধ্যক্ষ এস.কে. সানি, উপ কোষাধ্যক্ষ মাসুদ রানা,প্রচার সম্পাদক আলামিন ভূইয়া, উপ-প্রচার সম্পাদক কামরুল হাসান রাব্বি, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেন, উপ শিক্ষা ও গবেষণা সম্পাদক নজরুল রকিব, স্বাস্থ্য সম্পাদক ড. এম এইচ তাফসির, উপ স্বাস্থ্য সম্পাদক মো: শেখ রাসেল, ক্রীড়া সম্পাদক এস.কে.বাবু,উপ ক্রীড়া সম্পাদক মো: মঈনুদ্দিন, ধর্ম সম্পাদক ই এম আই গাজ্জালী, উপ-ধর্ম সম্পাদক তোফায়েল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জুয়েল মুক্তি, উপ সমাজকল্যান সম্পাদক বি. এম. বাসার মাহমুদ, পরিবেশ সম্পাদক মোশাররফ হোসেন, উপ-পরিবেশ সম্পাদক আবু তাহের,তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদোয়ান খান, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান উদ্দিন উজ্জ্বল কার্যকরী সদস্য সাজিন আহমেদ কৌশিক, আবুল কালাম আজাদ, খন্দকার দোলন মাহমুদ, কামরুল সরকার, মো: তারিকুল ইসলাম, সানাউল্লাহ প্রদান,রবিউল আলম,রাকিব মোল্লা, মো: ইকরাম হোসাইন,মাহবুব খন্দকার, শাহাজান আহমেদ বিজয়, তাহমিদ চৌধুরী, কায়কোবাদ, শরীফ খান,সরকার সিফাত,মো: ওয়াসকুরুনী।
মূলত,২০২১ সালের ৫ জানুয়ারি যাত্রা শুরু করে সংগঠনটি। করোনা কালীন সময়ে বিভিন্ন ভাবে স্বাস্থ্য সেবা প্রদানে সহযোগিতা সহ, সামাজিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে । বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা দুর্ঘটনার স্বীকার মানুষের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে হাজির হওয়ার উদাহরণ সৃষ্টি করেছে সংগঠনটি। শিক্ষা বিস্তারে সাদাকালো মেধা বৃত্তি প্রদান করেন সংগঠনটি। এছাড়াও জনকল্যাণে প্রয়োজনীয় নানা দাবি নিয়ে সোচ্চার ছিলেন সংগঠনটির সদস্যরা। কালীপুর-গজারিয়া সংযোগ সেতুর দাবিতেও সক্রিয় ভূমিকা পালনের পর সেতুটি নির্মাণে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সংগঠনটিতে নানা পেশার নানা অঙ্গনের মানুষ জড়িত হয়েছেন স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.