|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারীদের নানা ভাবে হামলার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৪
চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারীদের বিরুদ্ধে আবারও নির্বাচনী প্রচারণার বাঁধা এবং হামলার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ (২৬১) আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান বলেন, আমি যেখানেই নির্বাচনী প্রচারণায় সেখানেই নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী বাঁধার সৃষ্টি করছে। আজকেও আমার প্রচাণায় বার বার বাঁধা দিয়েছে। মতলব উত্তর বাগানবাড়ি ইউনিয়নে মোটরসাইকেলের বহর নিয়ে সামনে-পেছন থেকে আমাদের ওপর হামলার চেষ্টা করে। তবে সেখানে পুলিশ থাকায় তারা হামলা করতে পারেনি। এরপর বিজেবি উপস্থিত হলে তাদের সামনেও হামলার চেষ্টা করে।
ইসফাক আহসান বলেন, আমার একটি নির্বাচনী উঠোন বৈঠকের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। শুধু তাই নয় মতলব সাদুল্লাপুর পাঠান বাজারে আমার ঈগল প্রতীকের ৫ জন সমর্থক আহত করেছে। এ সব হামলার ভিডিওচিত্র আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠিয়েছি। গতকালকে তারা আমার নেতা-কর্মীর ওপর হামলা করেছে। এতে একজন সাংবাদিকও আহত হয়েছেন। এখানে নৌকার প্রার্থী আমার সকল কাজে সকল রকমের বাঁধা দিচ্ছেন। এমন কি তিনি বার বার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। তার সমর্থকরা প্রশাসনের সামনেই মোটরসাইকেল মহড়া দিচ্ছে।
ঈগল প্রতীকের এ স্বতন্ত্রপ্রার্থী আরও বলেন, এতকিছুর পরেও আমি মতলবের যেখানেই যাচ্ছি। সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারা আমাকে বলেছে, যদি সুষ্ঠ ভোট হয় আর জনগণ যদি ভোট দেয়, তবে আমি বিপুল ভেটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তাই আমি নৌকার প্রার্থীকে বলব, আপনি আমার মুরব্বী। হিংসাত্মক পথ ছেড়ে দিয়ে আসুন একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.