|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে লগি বৈঠা মিছিল নিয়ে নৌকার প্রচারণা
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা জমে উঠেছে । প্রার্থীরা নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জামালপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামিলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিস্টারের নেতৃত্বে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ থেকে লগি-বইঠা মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিলক্ষিয়া চৌরাস্তা মোড়ে গিয়ে ব্যতিক্রমী এই প্রচারণা শেষ হয়। বৈঠা মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম, উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এমদাদুল হক এমদাদ, উপজেলা আওয়ামিলীগের সাবেক সদস্য বিল্লাল সিদ্দিকী, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব, নিলক্ষিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু, যুবলীগ নেতা মোঃ বিপুল মিয়া, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই প্রচারণায় গান বাজনার তালে তালে ভোট চাওয়া হয় নৌকা প্রতীকের পক্ষে। একই সঙ্গে নৌকা বাইচের মতো লগি বৈঠা নিয়ে ঢোল সানাই বাজিয়ে নৌকার প্রচারণা চালানো হয়।
এসময় দলীয় নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এমন ব্যতিক্রমী প্রচারণা দেখতে রাস্তার দুপাশের উৎসুক মানুষ ভীড় করতে দেখা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.