|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরনে নারী-শিশুসহ নিহত-৩ : আহত-২
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৪
ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরনে নারী-শিশুসহ নিহত-৩ : আহত-২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুগাঁওয়ে রাইস মিলে বয়লার বিস্ফোরণে নারী, শিশুসহ ৩ জন নিহত হয়। বৃহস্পতিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকায় সাইদুল হকের হাসকিং মিলে ধান সিদ্ধের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত তাপে বয়লারটি বিস্ফোরণ হলে প্রায় ১শ গজ দুরে গিয়ে পরে। এতে পূর্ব থেকে সেখানে বসে থাকা দীপ্তি দাস, পলক ও পূজা বয়লারের আঘাতে ঘটনাস্থালেই মারা যান। এ ঘটনায় অপর ২ ব্যক্তি আহত হন। আহতরা হলেন সাগর (৫০) ও নিখিল দাস। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর পরই ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অপিসার ইনচার্জ মো: ফিরোজ ওয়াহিদ জানান, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.