|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পূবাইলে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৪
নতুন বছরের তৃতীয় দিনে আজ বুধবার (৩ জানুয়ারি) পূবাইলে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ পূবাইল ও বাড়িয়া গাজীপুর -৫ আসনে নৌকার মাঝি মেহের আফরোজ চুমকি এমপি।
বিকেল ৪টায় পূবাইল মিরের বজার এ জনসভা অনুষ্ঠিত হয়।
আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে পুবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান,সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।এতে সভাপতিত্ব করেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।
এসময় আরও বক্তব্য রাখেন,গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল,পূবাইলের তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূবাইল থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা,সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ৭তারিখ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.