|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ডাঃ এনামুর রহমানের নৌকা মার্কার প্রচারণায় করেছেন ছাত্রলীগের নেতা মোঃ সামিউল ইসলাম
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৪
ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাভার পৌর ছাত্রলীগের নেতা মোঃ সামিউল ইসলাম। সকাল থেকে পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে পৌর এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের (বীর প্রতিক) এর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করেন ছাত্রলীগের নেতা মোঃ সামিউল ইসলাম। এসময় তিনি ভোটারদের কাছে বিগত ১০বছরে সাভারে আওয়ামী লীগ সরকার তথা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের করা উন্নয়নের চিত্র তুলে ধরেন।
প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগের নেতা মোঃ সামিউল ইসলাম বলেন, সাভারে স্বতন্ত্র প্রার্থী থাকলেও নৌকা নৌকাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই নৌকা দিয়েছেন, সেখানেই নৌকার জয়গান চলছে। কারণ নৌকার প্রার্থীরা বিগত সময়ে নির্বাচিত হয়ে উন্নয়ন করেছেন। সাভারে আমাদের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের (বীর প্রতীক) সাহেব ১০ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের এই সাভার উপজেলাকে এখন শহরে রূপান্তর করেছেন। ডাঃ এনামুর রহমানের সাহেব অত্যন্ত ভালো মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার জন্য আমরা তার পক্ষ হয়ে কাজ করতে এসেছি । আমি মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা ডাঃ এনামুর রহমান সাহেবকে অত্যন্ত ভালোবাসে। কারণ তিনি সবসময় সাভার ও আশুলিয়াবাসীর পাশে থাকেন। আমার দৃঢ বিশ্বাস এবারও নৌকার বিজয়ের মাধ্যমে ডাঃ এনামুর রহমানের সাহেবের জয় হবে ইনশাল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.