|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৪
ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিবসটি পালনে জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আল মানসুর প্রমুখ। এ সময় সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.