|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ"এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের বিরামপুরে এক বনাঢ্য রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজ সেবা দিবস ২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার ২ই জানুয়ারি বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের আয়োজনে সকাল ১০ ঘটিকায এক বর্ণনাট্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউছার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, সমবায় অফিসার রাকিবুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমুখগণ।
এছাড়াও স্কুল-কলেজের শিক্ষক বৃন্দগন, বীর মুক্তিযোদ্ধাগণ সুধীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.