|| ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বরিশাল বাকেরগঞ্জের ৬ আসনে চলছে লাঙ্গল মার্কার কর্মীসভা উঠান বৈঠক,গণসংযোগ ও মিছিল
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
বরিশাল -৬ আসনে লাঙ্গল মার্কার প্রার্থী বেগম নাসরিন জাহান রত্নার পক্ষে কর্মীসভা উঠান বৈঠক গণসংযোগ মিছিল চলমান রয়েছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কাকে জয় করতে জাতীয় পার্টির সমর্থক ও কর্মীরা লাগামহীন প্রচার-প্রচারণার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।লাঙ্গলের নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যাপক জনগণের উপস্থিতি দেখা গেছে।
এই নির্বাচনে ধারাবাহিকভাবে প্রচার প্রচারণার সময় বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মানিকে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল -৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা, সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল মার্কার প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা'র জন্য ভোট দিতে আহবান জানিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন তাদের কনিষ্ঠ কন্যা ব্যারিস্টার ফারহা ফিজা বিনতে আমিন সহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা নির্বাচনী বিভিন্ন সভায় বক্তব্য রাখেন ও বলছেন বেগম নাসরিন জাহান রত্না বিগত দিনের মতো মানুষের ভাগ্য উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে,এবং আগামীর উন্নয়নের ধারাও এভাবে আগামী দিনেও বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে-প্রতিটি জনগণের কাছে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.