|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
কুড়িগ্রামের রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজের পিতা মরহুম বাদশা শেখ এর ৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত সোমবার ০১ জানুয়ারি দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ কামারপাড়া নিজ বাড়িতে কোরানের হাফেজ ছাত্রদের দাওয়াত দিয়ে এনে কোরান খতম,দোয়া ও কবর জিয়ারত করা হয়। পরে খাবার পরিবেশন করা হয় হাফেজ ছাত্রদের মাঝে। একই দিন সোমবার ১জানুয়ারি রাত সাড়ে এগারো টায় রাজারহাট কফি হাউজে কেক কাটার মধ্য দিয়ে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজের জন্মদিন পালন করা হয়েছে।
উক্ত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,রাজারহাট উপজেলা যুবলীগের আহবায়ক কোমুদ রঞ্জন সরকার ও যুগ্ন আহবায়ক সামিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান বাবু, রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি হামিদুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, রাজারহাট উপজেলা বণিক সমিতির সহ-সভাপতি ও রাজারহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হুদা নাজু ও যুগ্ন-সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
এ সময় রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজের এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.