|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
নেত্রকোণায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, গনমাধ্যম কর্মীগণের জন্য নীতিমালা (সংশোধিত) সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মো. গোলাম মোস্তফা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদল হাসান রাজু প্রমুখ।
সভায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.