|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে বই উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ শুরু নতুন বই হাতে পেয়ে খুশী ছাত্র ছাত্রীরা
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ সারা দেশের ন্যায়
ইব্রাহিম পুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারী ২০২৪ ইং বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক রাজিয়া বেগম সহকারী শিক্ষক রাশেদা বেগম ও আবু নাঈম এ সময় উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন বই তুলে দেন স্কুলের দাতা সদস্য মোঃ আব্দুল হালিম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ আহমেদ জীবন সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন এ সময় শিশুরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হয়,
এদিকে জিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, আজ ০১/০১/২০২৪ ইংরেজী তারিখ, কোমলমতি ছাত্র- ছাত্রীদের মাঝে উৎসবমোহর পরিবেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিনোদপুর ৪ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম মাইনু সরকার, জিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এমদাদুল হক (এমদাদ) এছাড়াও উপস্থিত ছিলেন ,প্রধান শিক্ষক আবুল বাশার মাস্টার,সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির ও শিক্ষিকা বৃন্দ সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক উক্ত বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.