|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর মান্দায় আগুনে পুড়েগেছে দুই লাখ টাকার মালামাল ও ১ জন অগ্নিদগ্ধ
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে দুটি দোকান। সোমবার দুপুরে উপজেলার ফেরিঘাট সেতুর পূর্বপাশে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এতে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় সেকেন্দার আলী (৬০) নামের এক বৃদ্ধ দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রসোনজিৎ ম-ল ও দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামে সাগর হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাগর হোসেনের তেলের দোকানে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভেতরে থাকা পেট্রোল ও অকটেনের কন্টেইনারে আগুন ধরে বিস্ফোরিত হয়। মুহুর্তে আগুন পাশের ভেটেরিনারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানমালিক সাগর হোসেনের বাবা সেকেন্দার আলী দগ্ধ হন। এ প্রসঙ্গে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.