|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
'বুড়ো হয়ে যাওয়ার কারনে আমরা খেলাধুলা থামাইনা বরং খেলাধুলা থামাই বলেই আমরা বুড়ো হয়ে যাই' এ স্লোগানে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় অ্যাড. আজিজুল হক হিমেল ও নাদিম জুটিকে পরাজিত করে অ্যাড. জসিম মেহেদী ও মাসুদ রানা জুটি চ্যাম্পিয়ান হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ,টি,এম মোস্তফা কামালের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির রানিং অডিটর অ্যাড. জাবির হোসেন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ,জেড,এম রফিকুল হাসান রিপন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. সেলিম আকবর,অ্যাড. আহসান হাবিব, অ্যাড. ইমরান হোসেন, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. জসিম উদ্দিন মিঠু,অ্যাড. ফেরদৌস মাহমুদ শাহীন।
এতে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ।
চ্যাম্পিয়ান অ্যাড. জসিম মেহেদী- মাসুদ রানা জুটি এবং রানার্স আপ অ্যাড. হিমেল- নাদিম টিমের হাতে উপহার তুলে দেন অতিথিরা। ম্যান অব দ্যা ম্যাচ অ্যাড. মাসুদ রানা এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট অ্যাড. হিমেল অর্জন করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন 'দৈনিক বাংলার অধিকার' পত্রিকার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল হান্নান কাজী ও হাবিব, সহকারী ছিলেন অ্যাড. সাহাদাত হোসেন, অ্যাড. কাউছার আহমেদ, অ্যাড. বদরুল আলম চৌধুরী,অ্যাড. সানজিদা হাসান সানি, অ্যাড. খোরশেদ আলম।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.