|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর বই বিতরণ সম্পন্ন হয়েছে
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৪
সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১লা জানুয়ারি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে প্রাক-প্রাথমিক হইতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনা মূল্যে দেওয়া বই তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুভী রানী পাল, বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ আবু হানিফ, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা (অব.) হাবিলদার আবদুল মান্নান, অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান, সহকারি শিক্ষক নির্মল কুমার বৈধ্য, মো.সলিম উল্যাহ, ফাহিমা আক্তার, হাজেরা খাতুন, মনিকা সাহা, মোহাম্মদ মেহেদী হাসান সহ অভিভাবক ও ছাত্রী/ছাত্রীগন।
তবে একই দিনে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়, বারৈয়ারা আদর্শ কিন্ডার গার্টেন, গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.