|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩
অদ্য ৩০.১২.২০২৩ ইং রোজ শনিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন নির্ভয়ে সুষ্ঠভাবে ভোট দিতে পারে সে জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে। গতকাল ৩০ ডিসেম্বর শনিবার কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্ল্যাহ সোহরাওয়ার্দী অডিটরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল এ কে এম ওয়াহেদুন্নবী, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল হক, জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাজ উদ্দিন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নিলুফা আকতার।
উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬৭ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.