|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁয় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আমিনুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর ধামইরহাটে পূর্নাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের দাফন সম্পন্ন হয়েছে ৩০ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় নজিপুর ফুটবল মাঠে বষিয়ান এই আওয়ামীলীগ নেতা ১ম দফা জানাযায় অংশ নেন হাজারো নেতাকর্মী।এতে আওয়ামীলীগ মনোনীত এম.পি প্রার্থী মো. শহীদুজ্জামান সরকারএম.পি. জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট. তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্রপ্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম, ধামইরহাট উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব দেলদারহোসেন, পতীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীসাধারণসম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রমুখ অংশ নেন। পরে দুপুর ২ টায় লক্ষনপাড়া মাঠেরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হককে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ইউএনও আসমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ওসি বাহাউদ্দিন ফারুকী, জেলা পুলিশের সদস্যবৃন্দসহ ধামইরহাট উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২য় দফা জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।সেখানেও বিভিন্ন দলের সামাজিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং অসংখ্য গুনগ্রাহী জানাযায় অংশ নেন এবং তিন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং দুপুরেই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার এই আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করে প্রজ্ঞাপন জারী করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.