|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী দিবস উদযাপন।
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩
‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে কনস্যুলেট কনফারেন্স রুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রেরিত বানীসমূহ পড়ে শোনানো হয়।
এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণ বিষয়ক কার্যক্রম নিয়ে প্রস্তুতকৃত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, প্রকৌশলী আবু হেনা চৌধুরী, মাজহারুল্লাহ মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, বুলবুল আহমদ মুকুলসহ প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, 'প্রবাসীদের সম্মান প্রদর্শন সরূপ প্রবাসী দিবস উদযাপনের ঘোষণা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের মর্যাদা রক্ষা আমাদের অঙ্গীকার। দেশের উন্নয়নে প্রবাসীদের অংশীদারত্বের বিষয়টি আরো গুরুত্ব সহকারে আলোচনার দাবি রাখে। প্রবাসীদের অংশীদারত্বকে চিহ্নিত করা জরুরি।'
দেশের বাইরে থাকা নারী ও পুরুষকর্মীদের সমান মূল্যায়নের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, পুরুষের তুলনায় নারী কর্মীদের প্রবাসে জীবনযাপন অধিকতর চ্যালেঞ্জিং। তবুও তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংস্থার সদস্য ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.