|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
দাকোপের বাজুয়া বঙ্গবন্ধু চত্তর আনন্দ মেলার মাঠে ৩ দিনব্যাপী মেলার দ্বিতীয় দিন
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল খ্যাত দাকোপের বাজুয়াতে ৩দিন ব্যাপী বঙ্গবন্ধু চত্তরে বড়দিন আনন্দ মেলার মাঠে২৫ বছরে পর্দাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী দ্বিতীয় দিনে ৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রর্থনা সভা সভার মধ্যেদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এর পরবহিরগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন মেলা আয়োজক কমিটি। দর্শকদের ভীড়ে কানায় কানায় পুরিপুর্ণ হয়ে যেয় আনন্দমেলার মাঠ
অনুষ্ঠানের সুচনা করেন মেলার দ্বিতীয় ৩০ডিসেম্বর প্রধান অতিথি হিসাবে স্বপরিবারে মেলাটি পরিদর্শন করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হক।এসময় তিনি বলেন,মেলা মানেই মহামিলন। মানুষের উচ্ছাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্যে দিয়ে।ধর্মবর্ণ সম্প্রদায়েরউর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়।মেলার আক্ষরিক অর্থ মিলন।মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়।এই মেলায় বাংলার ঐতিহ্যের ধারক-বাহক।
সম্নানীত অতিথিহিসাবে উপস্হিত থেকে বক্তব্যো করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ,মান্যবর অতিথি হিসাবে বক্তব্যো করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়।
দাকোপ থানা পুলিশের উপ-পরিদর্শক নুর, উপপরিদর্শক সৌরব দাস,,বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,,বাজুয়া ইউনিয়নের প্যানেল চেয়ার ম্যান উৎপল দাস, মানস বোস, ইউপি সদস্য বিভাস পাইক,গৌতম মন্ডল,লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল ইউপি সদস্য জয়দেব রায়,মাখন ঘোরামী ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল সহ আরো অনেকে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি রবার্ট হালদার ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.