|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
আবুধাবীতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের মহান বিজয় দিবসের আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩
আবুধাবীর আল নাফিম রেস্টুরেন্ট হলরুমে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা সংগঠনের সভাপতি সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব ও মোহাম্মদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি ইনজিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স এক্সচেঞ্জের সিইও আবদুস সালাম, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ তৈয়ব খান, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি জামশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন,আবুধাবী যুবলীগের সভাপতি জাকের হোসেন জসিম, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফার ভারপ্রাপ্ত সভাপতি শেখ রফিকুল আলম, ইনজিনিয়ার রুহুল আমিন, যশোর সমিতির আবদু সালাম প্রমুখ।
বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ সভাপতি রবিউল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক মোহাম্মদ তানভীর, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফার সহ সভাপতি মোহাম্মদ লোকমান তুহিন, যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, জনতা ব্য্ংক কর্মকর্তা এনামুল কবির, মোফাচ্ছেল হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ আরাফত, মোহাম্মদ ফজলুল হক,মোহাম্মদ কাসেম প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী সংগীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী রুপসী ও বাংলা খন্দকার।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ছরোয়ার। মিলাদ, মাহফিল ও দোয়া মোনাজাত করেন ম্ওলানা মমতাজ উদ্দিন, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা রহমত উল্লাহ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.