|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা অব্যহত
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৩
আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা অব্যহত রেখেছেন। রোববার দিনব্যাপি মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দীঘিরপাড়, খেদাপাড়া বাজার, গালদা-খড়িঞ্চি, কাশিপুর কাঠাঁলতলাসহ বেশ কয়েকটি এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিন বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে খেদাপাড়া চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়র আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য। এ সময়ে তিনি বলেন, দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র মতায় আনতে সকলকেই ঐক্যমত পোষণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ ককরতে হবে। তা না হলে চলমাণ উন্নয়ন কার্যক্রম থমকে যাবে। আমাদের সকলকে মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাবে। এতে বিচলিত হবার কোন কারণ নেই। কারণ ষড়যন্ত্র করে কেউ কখনো সফল হতে পারে না। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, রোহিতা ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রভাষক আলাউদ্দীন হোসেন লিটনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.