|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে এস এম আল মামুনের ব্যাপক গণসংযোগ
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড,চসিক আসনে প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার বাবা প্রয়াত কাসেম মাস্টারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি। আগামী ৭ই জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ পাব। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বেশী বেশী উন্নয়ন বরাদ্ধ নিয়ে আসব। শনিবার (৩০ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ কালে জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, ত্রাণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সদস্য ইফতেখারুল আলম সবুজ, মাস্টার জাকির হোসেন, মোঃ ইসমাইল, মোঃ শাহাবউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদ ও ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউপি সদস্য বাবলু, শাহরিয়ার রাশেদ, ইউপি সদস্য ওহিদুল আলম সহ প্রমুখ। পরে তিনি সোনাইছড়ি ইউনয়নস্থ রয়েল গেইট, নিউ রাজাপুর, পরীর রাস্তা, বারোআউলিয়া, গামরীতল, শীতলপুর, কেশবপুর, লালবেগ, কাসেম জুট মিল গেইটসহ ব্যাপক এলাকায় গণসংযোগ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.