|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৩
মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ঈগল) একটি নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে জোরারগজ্ঞ ইউনিয়নের বিষুমিয়ার হাটে এ ভাংচুরের ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন সমন্বয়ক কামরুল হাসান শাহীন অভিযোগ করেন, ঈগল প্রতীকের গনজোয়ার দেখে প্রতিহিংসায় নৌকা সমর্থিত কর্মীরা রাতের আঁধারে জোরারগজ্ঞ ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের বিষুমিয়া হাটের তৈরি করা ঈগলে নির্বাচনী অফিস ভাংচুর করে। তারা বিষয়টি নিয়ে অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সহকারী রির্টানীং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, ন্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়টি তিনি জেনেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শক করেছেন। তিনি বিষয়টি জেলা রির্টানীং কর্মকর্তাকে অবহিত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.