|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৩
মিরসরাইয়ে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জোরারগজ্ঞ থানা পুলিশ। শনিবার (৩০ডিসেম্বর) ভোরে করেরহাট-খাগড়াছড়ি সড়কের কালাপানিয়া ব্রিজ এলাকা সেগুন বাগানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শাকিল খান (৩০), মোঃশহীদ মিয়া (৩৯), মোৎতাজুল ইসলাম (২২) ও মোঃআল আমিন (২১)। এসময় তাদের কাছে থেকে একটি ধারালো চুরি, দেশীয় তৈরি একটি অগ্নোযাস্ত্র, এক রাউন্ড কার্তুজ, দুইটি রাম দা, ষ্ট্রীলের একটি ছুরি উদ্ধার করা হয়।
জোরারগজ্ঞ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যদের প্রত্যেক বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ান রয়েছে। শনিবার ভোর রাতে তারা সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.