|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বাপ্রসাফ এর বিজয় দিবস ও সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৩
বাপ্রসাফ এর বিজয় দিবস ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় রিয়াদস্থ সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে ৫২তম মহান বিজয় দিবস ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি মর্নিং গ্লোরী এর রিয়াদ প্রতিনিধি ও ভোরের কাগজ এর সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। বাপ্রসাফ এর সভাপতি, এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান সাংবাদিক ফারুখ আহমেদ চাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বর্ণ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ফকির আল আমিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক ফকির হাকিম, সাংবাদিক সাদেক হোসেন, সাংবাদিক মোরশেদ হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আল আমিন, সাংবাদিক তানিয়া, ব্যবসায়ী তালুকদার হারুন রশিদ, বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ মিয়া, এটিএম রেজাউল করিম সহ প্রমুখ। এসময় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের দ্বি-বাষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সকলের সম্মতিতে আগামী দু'বছরের জন্য এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান সাংবাদিক ফারুখ আহমেদ চাঁনকে সভাপতি ও বর্ণ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ফকির আল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.