|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৩
সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিকের নেতৃত্ব্বে র্যাবের একটি অপারেশনাল দল গত শুক্রবার রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাহাটি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সাথেমোটর সাইকেলসহ আরোহী পাঁচবিবি থানার চকশিমুলিয়া গ্রামের মোঃ নাসির উদ্দিন মন্ডলের পুত্র মাদকব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (২৮)কে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী আরিফুল এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী আরিফুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এব্যাপারে আসামিকে সোপর্দপূর্বক পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.