|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুর-৩ আসনে আলোচনার শীর্ষে রয়েছে স্বতন্ত্র প্রার্থী (একে আজাদ)
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর -৩ (সদর) আসনে জন সাধারনের মাঝে আলোচনায় শীর্ষে রয়েছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (একে আজাদ)
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর শহর থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে, চায়ের স্টলে,, চলার পথে রাস্তার মাঝে,চলন্ত গাড়ির মধ্যে, মাঠঘাটে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ(একে আজাদের) এর ঈগল প্রতীক নিয়ে জনগনের মাঝে আলোচনা।
বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে জনগণের সাথে কথা বললে তারা জানায়,একে আজাদ অনেক বড় মনের মানুষ। অর্থের প্রতি তার কোন লোভ লালসা নেই। ন্যায় নীতি,সত,আদর্শ,
পরোপকারী,বুদ্ধি,বিচক্ষণতার মত গুণাবলী তার মধ্যে রয়েছে। তার মত একজন মানুষ এই ফরিদপুরে খুব দরকার।ভোটে যদি কোন ধরনের কারচুপি না হয় তাহলে বিপুল ভোটে তিনি জয়যুক্ত হবেন।
তাঁরা বলেন বিগত দিনে ফরিদপুরে রাজনীতিতে ছিল লুটপাটের রাজত্ব।যে যেমন পেরেছে যার যার মত লুটপাট করে খেয়েছে। এদের কাছে ফরিদপুর বাসী এক প্রকার জিম্মি ছিল।একে আজাদ ফরিদপুরের হাল ধরায় এই জিম্বি দশা থেকে ফরিদপুর বাসীকে মুক্তি করবে বলে আমরা আশাবাদী। এছাড়া অবহেলিত ফরিদপুর বিভিন্ন দিক দিয়ে উন্নতি হবে,শিক্ষিত বেকার ছেলে মেয়ে কর্মসংস্থান পাবে। ফরিদপুর শহর একটি আর্দশ নগরীতে পরিণত হবে বলে মনে করি।
নৌকার সম্পর্কের জানতে চাইলে তারা বলেন,আওয়ামী সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। অবিশ্বাস করার কারো অবকাশ নেই। তবে আওয়ামী লীগের মধ্যে থাকা নামধারী আওয়ামী নেতারা দেশ ও জনগনের কথা না ভেবে লুটেপুটে খেয়ে নিজেরাই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।দলে মধ্যে যোগ্য কর্মী বা নেতারা তাদের যোগ্য স্থানের মর্যাদা পাই নাই।
দলের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে যারা ক্ষমতার দাপটে জোড় করে হুমকি ধামকি, দিয়ে জনগণকে ভয় ভীতি দেখেয়ে সব কিছু আদায় করতে চাই। তবে তারা কখনো জনগনের ভালবাসা আদায় করতে পারবেনা।
আমরা ফরিদপুরের খেটে খাওয়া মানুষ শান্তিতে বসবাস করতে চাই এই ফরিদপুরে আর কোন সন্ত্রাস,দুর্নীতিবাজ,চাঁদাবাজ,মাদক ব্যবসায়ীকে ফরিদপুর বাসী দেখতে চাইনা।
এ সময় তারা আর ও বলেন,ভোট দেয়ার কোন ইচ্ছা আমাদের ছিলনা,তবে একজন যোগ্য ব্যক্তি নির্বাচন করায় আমরা ভোট দিতে যাবো।
দেখা যায় আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-(সদর) ৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করবেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাদের আজাদ (একে আজাদ)। এদের দুই প্রার্থীকে নিয়ে ফরিদপুর -৩ আসনের জনগনের মধ্যে রয়েছে আলাদা আলাদা কৌতূহল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.