|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
দাকোপের বাজুয়া বঙ্গবন্ধু চত্তর আনন্দ মেলার মাঠে ৩ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৩
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল খ্যাত দাকোপের বাজুয়াতে ৩দিন ব্যাপী বঙ্গবন্ধু চত্তরে বড়দিন আনন্দ মেলার মাঠে২৫ বছরে পর্দাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী শুভ উদ্বোধন ঘোষিত হল । ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টারদিকে বঙ্গবন্ধু চত্তর ও সার্বজনীন বড়দিন আনন্দ মেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ফাঁদার লরেন্স বাবলু সরকার,।
স্বগত বক্তব্যো প্রদান করেন বড়দিন আনন্দ মেলার সভাপতি রবার্ট হালদার।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্নানীত সদস্য এ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
এ সময় এমপি ঝর্ণা বলেন মেলা মানেই মহামিলন। মানুষের উচ্ছ্বাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। গ্রাম-বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মিলন।মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়।এই মেলায় বাংলার ঐতিহ্যের ধারক-বাহক।
মেলা কমিটির সাধারন সম্পাদক আগস্তিন সরকার দেবুর পরিচালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্যো করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,
সাধারন সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল,বাজুয়া ইউনিয়নের প্যানেল চেয়ার ম্যান উৎপল দাস, মানস বোস সহ আরো অনেকে।ইউপি সদস্য বিভাস পাইক,গৌতম মন্ডল,লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি রবার্ট হালদার ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.