|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
যত বেশি ভোটার আসবে তত বেশি নৌকায় ভোট পড়বে
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোটারদের কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হবে। কেননা যত বেশি ভোটার আসবেন তত বেশি নৌকায় ভোট পড়বে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আয়োজিত উঠান-বৈঠকে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘যে পরিমাণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এতে নিশ্চিত করে বলা যায় আগামী ৭ জানুয়ারী নৌকার বিজয় হবে। আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের নিয়ে আসতে হবে। যত বেশি ভোটার আসতে পারবেন, নৌকায় ভোট তত বেশি পড়বে। প্রত্যেকেই যেন ভোট দিতে আসেন সেদিকে বিশেষ নজর দিতে হবে।’
সাবেক ছাত্রলীগ নেতা সোলাইমান তপুর সভাপতিত্বে ও ফতেহপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী শাহজাহান শিকদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. রুহুল আমিন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোতালেব সরকার, উপজেলা যুবলীগ সদস্য রেজওয়ান খন্দকার, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা কবির হোসেন প্রধান, ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাবেক ইউপি সদস্য শাহজাহান। সভার শুরুতেই কোরআান তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান। পৃথক উঠন-বৈঠক উপজেলার রাড়ীকান্দি দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.