|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নৌকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-এস এম আল মামুন
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন, নৌকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে দেশ। আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপি জামাতের ষড়যন্ত্রের জবাব দিন। বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নে গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য তিনি এ কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক বিপুল দেব রায়, উত্তর জেলা কৃষকলীগের সহ- সভাপতি গাজী মোঃ সেকান্দর, উপজেলা আওয়ামলী লীগের নেতা সেলিম আনসারী, জিয়াউল আবেদীন বাপ্পি, এড. ভবতোষ নাথ, মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা সৌমেন বড়ুয়া, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর, ইউপি সদস্য মোরশেদ আলম, বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলাউদ্দীন সহ প্রমুখ। তিনি জিপিএইচ গেইট, মগপুকুর, উত্তর মছজিদ্দা, গোলাআহম্মদ, ছোট কুমিরা, কাজী পাড়া, সোনার পাড়া, নিউ রাজাপুর, কুমিরা ঘাটঘর, আলেকদিয়া, কোটপাড়া, রয়েল গেইট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.