|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৩
দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্ব প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনয়াতনে এ ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়।এ সময় তিনি বলেন,পড়া শুনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বেশি গুরুত্ব প্রদান করতে হবে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার।যে দেশে যত বেশি শিক্ষিত,সে দেশ তত বেশি উন্নত। তাই শিক্ষার্থীদের উচিৎ সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের উন্নতির পাশাপাশি দেশের মুখকে উজ্জ্বল করা। শুধু লেখাপড়ায় শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে।পরবর্তীতে যে মানুষটি দেশের উন্নয়নে ভূমিকা রেখে দেশকে আলোকিত করবে।অবদান রাখবে দেশের উন্নয়নে।
,অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃব্যো করেন সিনিয়র শিক্ষক শ্যামল কুমার সরকার,নিমাই চাঁদ দাস ,অধ্যাপক অসিত সরকার,শ্যামাপ্রসাদ গাইন,স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মির্জা সাইফুল ইসলাম টুটুল,স্বজল ব্রম্মচারী,প্রাক্তন প্রধান শিক্ষক শচীন্দ্র নাথ মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সপ্তম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ফলাফল প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষা ২০২৩ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।ষামগ্রী অনুষ্ঠান পরিচালনা করেন সহ শিক্ষক প্রজিস বৈদ্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.