|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় নৌকার প্রার্থীর প্রচারনা মিছিল ও সমাবেশ
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদের পক্ষে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রচারনা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের নন্দনপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে নন্দনপুর গ্রামের বিভিন্ন সড়কে প্রর্দক্ষিন শেষে ইউনিয়ন উ”চ বিদ্যালয়ের সামনে সমাবেশ মিলিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ইউনুছ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.মোস্তফা প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে দলমত এক হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে দেশের উন্নয়নের নৌকা প্রতীকের প্রার্থী ড.সেলিম মাহমুদকে বিপুল ভোটে বিজয় করে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মফিজুর ইসলাম পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, মফিজুল ইসলাম,শাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা তৌহিদ মুন্সী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রাসেল হোসেন, ডালিম সরকার, সদস্য মো.রোবেল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা মো.ইকবাল খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা উপ¯স্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় সহদেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থীর প্রচারনা মিছিলের একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.