|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নারীর ক্ষমতায়নে ৮০ জন নারীকে ল্যাপটপ বিতরণ
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও হার পাওয়ার প্রকল্প তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে অনুষ্ঠিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এতে প্রধান অতিথির ছিলেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,হার পাওয়ার প্রকল্পের কনসাল্টেন্ট ফারহানা শওকত, পাঁচবিবির প্রকল্পের কো অর্ডিনেটর মোঃ রাকিবুল হাসান, ভ্যানডর প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবের পরিচালক মোঃ মশিউর রহমান ও প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম প্রমূখ। শেষে অত্র উপজেলার ৮০ জন নারীকে ল্যাপটপ বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.