|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৪ পরিবহনকে জরিমানা
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৩
মানব দেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এক অভিযানে ৪ পরিবহনকে ৪ টি মামলায় অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর - কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ৩ টি যাত্রীবাহী পরিবহন ও ১টি কাভার্ড ট্রাকের চালককে ৪ টি মামলায় মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,শব্দ দূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.