|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
খুলনার বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন আ’লীগের নির্বাচনী আয়োজনে জনসভায় বক্তৃতা করছেন – ননী গোপাল মন্ডল
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ আসনে আ'লীগ মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী সাবেক সংসদ ননী গোপাল মন্ডল বলেছেন, আ'লীগ ক্ষমতায় থাকলে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । আ'লীগ সরকার ক্ষমতায় আসলে এদেশের মেহনতি মানুষের মৌলিক চাহিদা খাদ্য,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঘরে ঘরে বিদ্যুৎ সহ সকল চাহিদা পূরণ সহ ব্যাপক উন্নয়ন হয়। আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে । সে জন্য তৃণমূল নেতাকর্মীদের অগ্ৰণী ভূমিকা পালন করতে হবে । ২৭ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়ন আ'লীগ নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে স্থানীয় গরিয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয় চত্ত্বরে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোতাহার হোসেন শিমু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান । বিশেষ অতিথি ছিলেন জেলা আ'লীগের এড.নিমাই চন্দ্র রায়, সদস্য মনোরঞ্জন মন্ডল, পুঁজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক এড. তাপস পাল,জেলা সভাপতি কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক বিমান সাহা,দাকোপ উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার,দাকোপ আ'লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, দাকোপ উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খান , নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এড. কামরুজ্জামান দাকোপ উপজেলা আ,লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শেখ যুবরাজ, আ'লীগ নেতা অসিত বরণ সাহা, মোঃ আব্দুল কাদের । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ'লীগ নেতা এড. সুভাষ তরফদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চেয়াম্যান মিহির কান্তি মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, আ'লীগ নেতা যথাক্রমে, পলাশ রায়,হাদীউজ্জামান হাদী,চয়ন বিশ্বাস,মুন্নাফ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, যুবলীগ নেতা অনুপম বিশ্বাস,মোঃ ওয়াহিদুর রহমান, বিএম মাসুদ রানা, তুলশী দাস বিশ্বাস,প্রসাদ রায়, সুবীর মল্লিক,বিপ্লব মল্লিক,দীপ্ত মন্ডল,চিত্ত মন্ডল, মোস্তাফিজুর রহমান,সাকিব সরদার,প্রসাদ নারায়ন রায়,পরাগ রায়,রিপন রায়,মারুফ জমাদ্দার, দাউদ আলী শেখ,ভগবতী গোলদার,রত্না অধিকারী, শিক্ষক দীপঙ্কর রায়,নিতীশ মল্লিক,জহির রায়হান লালন,হিমাদ্রি বিশ্বাস হিমু, ইন্দ্র রায় , ইসমাইল হোসেন প্রমূখ ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ'লীগনেতা রবীন্দ্রনাথ সরকার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.