|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে ট্রাক প্রতীকের প্রচারকালে আচরণ বিধি লঙ্গনের দায়ে জরিমানা
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সফিকুল আলম ফিরোজের প্রচার গাড়ির ড্রাইভারকে নির্বাচন জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার মেহার কালীবাড়িতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, সফিকুল আলম ফিরোজের ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিন চালিত অটো রিক্সার চার পাশে লেমিনেটিং করা পোষ্টার ঝুলিয়ে মাইকিং করার সময় ভ্রাম্যমাণ আদালত গাড়িটির গতিরোধ করে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্গনের দায়ে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী উপজেলার মালরা গ্রামের এমদাদ উল্লার পুত্র তৌহিদুল ইসলামকে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ (৭) (১) এর গ ধারায় নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি। এসময় আইন-শৃংখলা বাহিনীর পক্ষে এসআই কিশোর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.