|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
রায়পুরে দ্বাদশ নির্বাচন উপলক্ষে সাংবাদিক সাথে মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
লক্ষ্মীপুরে রায়পুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্মীপুর -২ (রায়পুর ও সদর আংশিক) মনোনীত প্রার্থী এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের ব্যক্তিগত কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা আ'লীগের যুগ্নসাধারন সম্পাদক ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, উপজেলা আ'লীগের সদস্য ও ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিক পাঠান, উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক শরীফ হোসেন খোকন প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, সাধারণ সম্পাদক মাহমুদ সানি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম খান, রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ আরিফ হোসেন রুদ্র ,এস এম জাকির হোসেন , আবদুল কাদের,শিপন পাটোয়ারী, মহিউদ্দিন মিলন উপস্থিত ছিলেন।
এসময় এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর দুই আসনে আমি সব আমরা ১৩ জন প্রার্থী রয়েছি। আমার ২বছর ৬ মাসে বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট, সাইক্লোন সেন্টার, অবকাঠামো, প্রশাসনিক ভবন, অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শতভাগ বিদ্যুতায়ন, স্যানিটেশন থেকে শুরু করে এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি।
রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি পুরো লক্ষ্মীপুরে জেলার অভিভাবক। রায়পুর প্রেস-মিডিয়ার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। অন্যকোন সরকারের আমলে রায়পুরে এত উন্নয়নের নজির নেই। নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি মাধ্যমে রায়পুরে দুর্গমতা জয় হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.