|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে পুলিশের অভিযানে অটো রিকশা ও মর্টর চোর আটক
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে থানা পুলিশের অভিযানে অটো রিকশা ও মর্টর চোরকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের নির্দেশনায় সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের স্বপন খানের ছেলে সবুজ আহাম্মেদ শিপন (২২) ও ভোলার মনপুড়া উপজেলার কুলা গাজীর তালুক গ্রামের আলা উদ্দিন ফরাজীর ছেলে মেহেদী হাসান ফরাজী (২২)।
এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.