|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
জয়পুরহাটে পাঁচবিবিতে প্রতি বছরের ন্যায় ২০২৩-২০২৪ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন । এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কম্যান্ডের প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মোস্তাফিজুর রহমান ফিজু, এটিএম মোজাম্মেল আজিজ দুলাল ও হাফিজার রহমান হাপু প্রমুখ। এবারে অত্র উপজেলায় মোট ১৮৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রধান অতিথি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.