|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী ১ আসনে ডাব মার্কার সমর্থনে জনগণ প্রচারণায় এগিয়ে আছেন মোঃ নাসির উদ্দীন তালুকদার
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১ পটুয়াখালী- ১ আসন হতে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নাসির উদ্দীন তালুকদার পটুয়াখালী সদর, দুমকী,মির্জাগঞ্জে ব্যাপক গণ সংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের অসংখ্য নেতাকর্মী ও জন সাধারণ মানুষ।
যদি সুষ্ঠু ভোট হয় তাহলে ৭ই জানুয়ারি একটি ব্যাপক অংশগ্রহণ মূলক ও প্রতিদ্ধদিতাপূর্ন ভোট উৎসবের আশা প্রকাশ করছেন।
তিনি সাধারণ জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
গণসংযোগকালে নতুন প্রজন্মের ভোটার ও নারীদের ব্যাপক আগ্রহ দেখে আশান্বিত হয়ে তিনি বলেন এলাকার নারী,সাধারণ শ্রমিক ও তরুণ প্রজন্মের ভোটারা ডাব প্রতীকের প্রার্থীর প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।
দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় ব্যক্তিগত ভাবে ব্যাপক যোগাযোগ ও মতামত গ্রহণ করে ভোটারদের আশ্বাসের ভিত্তিতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। তিনি মনে করেন জ্বালাও পোড়াও ও অগ্নিসন্ত্রাস করে, নির্বাচন বর্জন করে পৃথিবীতে কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা নজির নেই।
তিনি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে বিস্ময় প্রকাশ করে বলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে।
অপরদিকে নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলো অগ্নি সন্ত্রাস জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা, রেললাইন উৎপাটন ও অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি ও দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
সংবিধান, গণতন্ত্র সুরক্ষা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বেকারত্ব মুক্ত, কল্যাণ রাস্ট্র ও সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান।
সাধারণ মানুষ তাকে সব সময় কাছে পাবে প্রত্যয় ব্যাক্ত করে বলেন আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ,, আমি সাধারণ জনগণের পাশে থেকে মানুষের সেবা করে যেতে চাই।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমানে রেমিটেন্স যোদ্ধারা ও নারী শ্রমিকরা যথাযত ও প্রাপ্য সম্মান হতে বঞ্চিত হচ্ছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মশক নিধন, যানজট ও জলাবদ্ধতা নিরসন সুশাসন,নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্খিত ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বরেণ্য সাংস্কৃতিক মনা ও শিক্ষানুরাগী পটুয়াখালী ১ আসনের ডাব মার্কার প্রার্থী মোঃ নাসির উদ্দীন তালুকদার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সাধারণ জনগণ যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, প্রশাসন নিরপেক্ষ থাকে ভোটারদেরকে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়, তাহলে নারী ভোটার, নতুন প্রজন্মের ভোটারসহ ৭০ ভাগ ভোটারের অধিকাংশই ডাব প্রতীক কে বিপুল ভোটে বিজয়ী হবার আশাবাদী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.