|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর মহাদেবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বচনী আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইন -শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন।অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভুমি) রিফাত আরা, উপজেলা নির্বাচন অফিসার আল মামুন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম প্রমুখ।
সভায় নির্বাচন অফিসার জানান, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৭১টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ২৪ গুরুত্বপূর্ণ ও ৫৭টি অধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি ইউনিয়নে একটি করে নির্বাচনী ক্যাম্প থাকার বিধান থাকলে রয়েছে একাধিক। একটি বাদে অন্যগুলো সরিয়ে নেয়া হবে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনী নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আরা বলেন, নির্বাচনী শোডাউন করা যাবেনা, বৈধ কাগজপত্র ছাড়া নির্বাচনী কাজে মোটরসাইকেল ব্যবহার করা যাবেনা। গতকাল সোমবার মহাদেবপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলেও জানান তিনি। মহাদেবপুর থানার ওসি জানান, নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত থানায় পাঁচটি মামলা এন্ট্রি করা হয়েছে। এরমধ্যে নৌকার পক্ষে তিনটি ও স্বতন্ত্রপ্রার্থী ট্রাক মার্কার পক্ষে দুইটি। আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ব্যাটালিয়ন ও পুলিশের ১২ জন সদস্য কর্মরত থাকবেন। ইউএনও জানান, নির্বাচন অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স টহল দিবেন। প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে সার্বক্ষণিক পাহারায় নিজেদের কর্মী নিয়োগের আহ্বান জানানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সাঈদ টিটো বলেন, এবার এলাকায় উৎসবমূখর পরিবেশ তৈরি হয়েছে। এখন সবার চাওয়া ভোটাররা যেন যেকোন বাধা ছাড়াই নিজের ভোট নিজে দিতে পারেন।সভায় মহাদেবপুর থানার নবাগত ওসিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.