|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ঢাকা-১৯ আসনে প্রচারণায় নৌকার পক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুমি
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) আসনে ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি।
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গোটা সাভার ও আশুলিয়া। প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের পদচারণায় পুরোদমে জমে উঠেছে ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণা।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের ও সকাল থেকে মধ্যরাত অব্দি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছে। স্থানীয় নেত্রীকর্মীদের সমন্বয়ে একেক টিম একেক এলাকায় যাচ্ছেন, সরকারের উন্নয়ন অর্জন জনগণের কাছে তুলে ধরছেন।
সাভার ও আশুলিয়া বিভিন্ন এলাকায় সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি এর নেতৃত্বে রাতদিন গণসংযোগ করেছেন স্থানীয় নেত্রীকর্মীরা। নৌকার জয় দেখতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তিনি।
ভোটের প্রচারণা নিয়ে জানতে চাইলে ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, গত কয়েক বছরের আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে মানুষ খুব বড় করে দেখছে। এই সময়ে সাভার ও আশুলিয়া ব্যাপক উন্নয়ন হয়েছে। সাভার ও আশুলিয়া আওয়ামী লীগের প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে তাই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তার খুবই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আশা করি বিপুল ভোটে নৌকার বিজয় আসবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.