|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ফরিদপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ ভোটারতের মন জয় করতে মাঠেঘাটে
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ ভোটারদোর মন জয় করতে মাঠেঘাটে গণসংযোগ করে চলছেন।
নির্বাচনের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী একে আজাদের ঈগল প্রতীক নিয়ে ফরিদপুরবাসীর কৌতুহলের শেষ নেই। জনগণের মধ্যে ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে ঈগল মার্কা জয়যুক্ত হবেন এই আশা ব্যক্ত করেন।
আজ সোমবার বিকেল তিনটায় ফরিদপুর শহরের চৌরঙ্গী মোড়, সুপার মার্কেট মোড়, ডায়াবেটিস হাসপাতাল মোড় এবং স্বর্নপট্রি এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সহ গনসংযোগের সময়ে জরগন তাদের মনের ভাব প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির,পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ বদিউজ্জামাল বাবুল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খোন্দকার নাজমুল ইসলাম লেভী প্রমূখ।
গনসংযোগকালে একে আজাদ বলেন, আমি শান্তিতে বিশ্বাস করি। আমি কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঈগল প্রতীককে ভোট দেওয়ার আহবান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.