|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ” শুভবড়দিন” উদযাপন
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাজরাপুরে অবস্থিত ”বাংলাহোপ মিশনে” খৃষ্টান ধর্মলম্বীদের বড়দিন ও যিশু জন্মদিন উপলক্ষে প্রার্থনা, কেককাটা, খেলাধুলা ও উন্নতমানের খাওয়ার আয়োজন করেন। সোমবার দিনব্যাপী বাংলাহোপ অডিটরিয়ামে মিশনে অধ্যায়নরত প্রায় ২’শতাধিক হতদরিদ্র এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে বিশাল আকারের কেক কাটেন মিশনের নির্বাহী পরিচালক রবিন গ্রীরেফিন (আমেরিকার নাগরিক)। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা সরেন, প্রচারনা পরিচালক পুনয়েল বাড়িও ও মিশনের অধ্যক্ষ সঞ্জয় কিসকু সহ অন্য শিক্ষকরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.