|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
নৌকা মার্কা বিজয় করতে রায়পুরে দলীয় নেতা – কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৩
লক্ষ্মীপুর- ২ (রায়পুর) নৌকা মার্কা বিজয় করতে দলীয় নেতা - কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নৌকা মার্কা বিজয় করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়াতে ১টি পৌরসভার , ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন আ'লীগের, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষকলীগ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের আ'লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, বাংলাদেশ এসেনসিয়াল ড্রাগের এমডি ডা.এহসানুল কবীর জগলু , বিশিষ্ট শিল্পপতি মোঃ আলী খোকন, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান,রায়পুর উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ইসমাইল খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওলীগের সভাপতি কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, লক্ষ্মীপুর বার এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন প্রমুখ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এ বি এম মারুফ বিন জাকারিয়া।
বক্তারা বলেন- আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে প্রয়োজন সম্মিলিত ঐক্যের। ওয়ার্ড ভিত্তিক আমাদের ভোটার সমর্থকদের একত্রিত করে সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের চলমান উন্নয়ন ও শান্তির বাণী পৌঁছাতে হবে।
প্রতিটি পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আপনার এলাকার সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করবেন এবং তাদের নিরাপত্তার সাথে ভোটদানের ব্যবস্থা করবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.