|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁ র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি নজরুল নামে এক জন আটক
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর ধামুইরহাট উপজেলার হরতকি ডাঙ্গা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামজারী আসামী নজরুল কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অভিযানিক দল।সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার রাতে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার হরতকিডাঙ্গা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী নজরুল ইসলাম (৫৫), পিতা-গমেজ মুন্সি, সাং-হরিতকিডাঙ্গা, থানা-ধামুইরহাট ও জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।র্যাব মামলার বরাত দিয়ে আরো জানান, অভিযুক্ত ও আটককৃত ব্যক্তি এক নারীকে বিয়ে করার কিছুদিন পর সেই নারী নজরুল ইসলাম কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে সে নজরুল বিয়ের বিষয়টি অস্বীকার করেন। ঘটনায় ঐ নারী বাদী হয়ে নারী ও শিশু দমন আইন অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.